অটো গাড়ি কিনতে চাচ্ছেন? কিন্তু তিন চাকার অটো গাড়ির দাম কত তা জানেন না। তাহলে আজকের পোস্ট পড়লে মিশুক অটো রিক্সার দাম কত তা জানতে পারবেন।
গ্রাম কিংবা শহরে সব জায়গাতেই তিন চাকার অটো গাড়ি দেখা যায়। বর্তমান সময়ে এই অটো রিকশা গুলো খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
আমাদের দেশের অনেক মানুষ মিশুক অটো রিক্সা চালিয়ে স্বাবলম্বী হচ্ছে। আপনিও যদি অটোরিকশা চালিয়ে স্বাবলম্বী হতে চান তাহলে তিন চাকার অটো গাড়ির দাম কত তা জানতে হবে। চলুন মিশুক অটো রিক্সার দাম কত তা জেনে নেওয়া যাক।
তিন চাকার অটো গাড়ির দাম কত ২০২৫
তিন চাকার অটো গাড়ির দাম নির্ভর করবে আপনি কোন ধরনের গাড়ি কিনবেন। তিন চাকার অটো গাড়ি সাধারণত দুই ধরনের হয়ে থাকে।
এক ধরনের গাড়িতে মোট ৮ জন যাত্রী বসতে পারবে। আরেক ধরনের গাড়িতে ৫ জন যাত্রী বসতে পারে।
এখন আপনি যদি ৮ জন যাত্রী আঁটে এমন তিন চাকার গাড়ি কিনলে খরচ করলে সর্বনিম্ন ২ লক্ষ টাকা।
আর তিন চাকার ছোট অটো গাড়ি কিনতে ন্যূনতম ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা খরচ হবে।
মিশুক অটো রিক্সার দাম কত ২০২৫
মিশুক অটো রিক্সা ২ ধরনের হয়ে থাকে। একটা ছোট ও আরেকটা বড়। নতুন ছোট মিশুক অটো রিক্সার দাম সর্বনিম্ন ১,২০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা।
আর বড় নতুন মিশুক অটো রিক্সা ২ লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আবার এলাকাভেদে অটো রিক্সার দাম কম-বেশি হয়ে থাকে।
আবার আপনি যদি পুরাতন মিশুক অটো রিক্সা কিনতে চান তাহলে ৫০,০০০ থেকে ৮০,০০০ টাকার মধ্যে ভালো মানের অটোরিকশা পেয়ে যাবেন।
আরও পড়ুন — ১ কেজি খেজুরের দাম কত
নতুন অটো রিক্সার দাম কত?
তিন চাকার ছোট নতুন অটো রিক্সার দাম প্রায় ১,৫০,০০০ টাকা। আর বড় নতুন অটো রিক্সার দাম ২ লক্ষ টাকা।
তবে অটোরিকসার দাম সব সময় কথা নামা করে। এজন্য সঠিকভাবে নতুন অটো রিক্সার দাম বলা খুবই কঠিন। এজন্য অটোরিকশা কেনার আগে অবশ্যই বাজার যাচাই করে নিবেন।
ইজি বাইক অটো গাড়ি দাম ২০২৫
বর্তমানে ইজি বাইক অটো গাড়িগুলোর চাহিদা বাজারে অনেক বেশি। কারণ মানুষজন ইজি বাইকে উঠতে খুবই পছন্দ করে।
নতুন ইজি বাইক অটো গাড়ির দাম ১ লাখ ৫০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত। আর আপনি যদি পুরাতন ইজি বাইক কিনেন তাহলে ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা লাগবে।
টমটম গাড়ির দাম কত?
টমটম গাড়ির দাম ১ লাখ ২০ হাজার থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত। আবার আপনি যদি পুরাতন টমটম গাড়ি ক্রয় করেন তাহলে দাম আরো কম পড়বে।
মিশুক অটো গাড়ি আর টমটম গাড়ি মূলত একই। তবে টমটম গাড়ির মধ্যে ছোট ও বড় গাড়ি রয়েছে।
ব্যাটারি চালিত রিক্সার দাম কত?
বর্তমান বাজারে নতুন ব্যাটারি চালিত রিক্সার দাম প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা। আবার এলাকাভেদে ব্যাটারি চালিত রিক্সার মূল্য কম-বেশি হয়।
এছাড়াও পুরাতন ব্যাটারি চালিত রিক্সা ৪০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন।
আরও পড়ুন — ১ কেজি সোনার দাম কত
প্যাডেল রিক্সার দাম কত
প্যাডেল রিক্সার দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে। একটি নতুন প্যাডেল রিক্সার দাম আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার টাকা।
আবার কোনো কোনো জায়গায় এর থেকেও বেশি দামে প্যাডেল রিক্সা কেনাবেচা হচ্ছে। এছাড়া পুরাতন প্যাডেল রিক্সার দাম ২০ থেকে ২৫ হাজার টাকা
শেষকথা
আজকের বাজার দর ওয়েবসাইটের এই পোস্টে তিন চাকার অটো গাড়ির দাম কত তা জানলাম। এছাড়া মিশুক অটো রিক্সার দাম সম্পর্কেও আলোচনা করা হয়েছে।
কিন্তু অটো রিক্সার বাজার দর সবসময় ওঠানামা করে। এজন্য অটো গাড়ি কেনার আগে অবশ্যই বাজার দর যাচাই করে নিবেন।