বিদ্যুৎ বিল ইউনিট কত ২০২৫
বর্তমান সময়ের সবচেয়ে প্রতিনিয়ত বিদ্যুতের চাহিদা বেড়েই চলেছে। আগের যুগের মানুষ তারা বিদ্যুৎ ছাড়াই চলতে পারতো। বর্তমান আধুনিক যুগে বিদ্যুৎ ছাড়া পুরাই অচল। বিদ্যুৎ না থাকলে কোন কিছুই করতে পারে না। আগের তুলনায় এখন ১ ইউনিটের খরচ করলে অনেক টাকা পড়ে যায়। অনেকে বিদ্যুতের ইউনিট নিয়ে হিসাব করে থাকেন।
প্রতিমাসে আপনার বিল কত আসবে তা নির্ভর আপনি বিদ্যুৎ বিল ইউনিট কত খরচ করেছেন তার উপর। আপনার যদি বিদ্যুৎ ইউনিট খরচ বেশি হয়ে যায় তাহলে আপনার এক ইউনিটের দাম বেশি পড়ে যাবে।
বিদ্যুৎ বিল ইউনিট কত ২০২৫
নতুন করে বিদ্যুৎ বিলের ইউনিট বৃদ্ধি করা হয়েছে। অনেকে আছেন তারা নতুন বিদ্যুৎ বিলের ইউনিটের দাম জানেন না। আপনারা সবাই শুধু এক ইউনিট বিদ্যুৎ বিলের দাম জানতে চান। আজকে আপনাদেরকে এক ইউনিট থেকে শুরু করে কত ইউনিট পর্যন্ত ব্যবহার করলে প্রতি মাসে কত টাকা বিল আসতে পারে সেই তথ্য জানিয়েছি।
আপনি যদি ০ থেকে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহার করেন তাহলে আপনার ৩.৯৪ পয়সা কাটবে।এবং পর্যায়ক্রমে প্রতি মাসে আপনি যত ইউনিট বেশি ব্যবহার করবেন তত বেশি এক ইউনিটের দাম বৃদ্ধি হবে। সর্বোচ্চ এক ইউনিটের দাম বাসা বাড়ির জন্য ১২.০৩ টাকা পর্যন্ত হয়। এবং ৬০০ ইউনিট পর্যন্ত আপনার বিদ্যুৎ ব্যবহার করলে ১২.০৩ টাকার থেকে কম কাটবে।
১ ইউনিট কত টাকা ২০২৫
বাংলাদেশের প্রতিটি পরিবারে বিদ্যুৎ রয়েছে। বিদ্যুৎ বিল খরচ অনুযায়ী অনেকটাই বিল বেশি আসে। আপনারা অনেকেই জানেন না ১ ইউনিট বিদ্যুৎ বিলের দাম কত? আপনারা আজকে এই পোষ্টের মাধ্যমে এক ইউনিট বিদ্যুৎ বিল এর দাম জানতে পারবেন আপনি যদি বাসা বাড়িতে ৫০ ইউনিট এর বিদ্যুৎ বিল খরচ করেন।
তাহলে আপনার প্রতি ইউনিট ৪.৬৩ টাকা কাটবে। আপনি যদি আরো বেশি খরচ করেন পর্যায়ক্রমে আপনার ইউনিটের খরচ হিসেবে ইউনিটের দাম ১৪ টাকা পর্যন্ত হবে। আপনার যদি কল কারখানা ব্যবসায়ী শিল্প মিটার চালান ৪.৩৭ টাকা থেকে শুরু করে ১২.৬০ টাকা এক ইউনিটের দাম হয়ে থাকে। আপনার ব্যবহারের অনুযায়ী ১ ইউনিটের বিভিন্ন দাম হয়ে থাকে। আগের বছরের তুলনায় এ বছর ইউনিটের দাম খরচ হিসেবে ১ থেকে ৩ টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে।
বাসা বাড়ির বিদ্যুৎ ইউনিট কত
আপনারা অনেকেই আছেন বাসা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করেন। কিন্তু এক ইউনিটের দাম জানেন না। আজকে আপনি আমাদের এই লেখাটি পড়লে বাসা বাড়ির এক ইউনিটের দাম কত জানতে পারবেন। আপনি যদি এক মাসে ১ থেকে ৫০ ইউনিট ব্যবহার করেন ৪.৬৩ টাকা কাটবে। এবং আপনি যদি ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহার করেন তাহলে ৫.২৬ টাকা কাটবে।
এভাবে ধাপে ধাপে আপনার ইউনিটের দাম বেড়ে যাবে। একটা বাসা বাড়িতে সর্বোচ্চ ৬০০ ইউনিট ব্যবহার করলে ১৪.৬১ টাকা পর্যন্ত কাটবে। আর আপনি যদি ০ থেকে ৬০০ ইউনিটের বেশি ব্যবহার করলে তাহলে আপনি যত ইউনিট ব্যবহার করবেন প্রতিটা ইউনিট ১৪.৬১ টাকা করে কাটতে থাকবে।
পল্লী বিদ্যুৎ ইউনিট রেট ২০২৫
বর্তমান সময়ে এক ইউনিট পল্লী বিদ্যুতের দাম আপনার খরচের এর উপর ভিত্তি করে করে দাম কম বেশি হয়ে থাকে। আপনি যদি ০ থেকে ৫০ ইউনিট খরচ করেন তাহলে ৩.৯৪ টাকা কাটবে। এবং আপনি যদি ৫০ ইউনিটের আরো বেশি ব্যবহার করেন প্রতি ইউনিট আপনার ৪.৪০ টাকা কাটবে। আর আপনি যদি ৭৫ ইউনিট থেকে আরো বেশি ব্যবহার করেন তাহলে আপনাকে আর আরো বেশি টাকা বাজেট রাখতে হবে। আপনি যদি ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ব্যবহার করেন তাহলে আপনাকে ৬ টাকা ৩০ পয়সা পর্যন্ত প্রতি ইউনিটে কাটবে। বাসা বাড়ির জন্য আপনাকে সর্বোচ্চ ৬০০ ইউনিট পর্যন্ত ১২ টাকা ৩ পয়সা প্রতি ইউনিটে খরচ হয়। আপনাকে সেই হিসাব করে কারেন্ট চালাতে হবে।
বিদ্যুৎ ইউনিট রেট ২০২৫
অনেকেই আছেন তারা বিদ্যুৎ বিলের প্রতি ইউনিটের মূল্য তালিকা খুঁজে থাকেন। এবং কত ইউনিট ব্যবহার করলে কত টাকা কাটবে সেই তথ্য খুঁজে থাকেন। অনেক সময় আপনারা সঠিক তথ্য খুঁজে পান না। আজকে আপনাদের সাথে প্রতি ইউনিটের মূল্য তালিকা জানাবো এবং কত ইউনিট পর্যন্ত ব্যবহার করলে কত টাকা কাটবে সে তথ্য দিয়ে থাকবো।
গ্রাহক শ্রেণী | ইউনিট | বর্তমান ১ ইউনিট এর দাম |
লাইফ লাইন | ০ থেকে ৫০ ইউনিট | ৪.৬৩ টাকা |
প্রথম ধাপ | ০ থেকে ৭৫ ইউনিট | ৫.২৬ টাকা |
দ্বিতীয় ধাপ | ৭৬ থেকে ২০০ ইউনিট | ৭.২০ টাকা |
তৃতীয় ধাপ | ২০১ থেকে ৩০০ ইউনিট | ৭.৫৯ টাকা |
চতুর্থ ধাপ | ৩০১ থেকে ৪০০ ইউনিট | ৮.০২ টাকা |
পঞ্চম ধাপ | ৪০১ থেকে ৬০০ ইউনিট | ১২.৬৭ টাকা |
ষষ্ঠ ধাপ | ৬০০ ইউনিট এর উর্ধ্বে | ১৪.৬১ টাকা |
কৃষি সেচ | ৫.২৫ টাকা | |
শিক্ষা, ধর্মীয়, দাতব্য, প্রতিষ্ঠান ও হাসপাতাল | ৭.৭৫ টাকা | |
রাস্তার বাতি, পানির পাম্প | ৯.৭১ টাকা | |
ক্ষুদ্র শিল্প | ১০.৭৬ টাকা | |
নির্মাণ শিল্প | ১৫.১৫ টাকা | |
শিল্প | ১০.৮৮ টাকা | |
ব্যাটারি চার্জিং স্টেশন | ৯.৬২ টাকা | |
বানিজ্যিক ও অফিস | ১৩.০১ টাকা |
শেষ কথা
বাংলাদেশে এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে। আপনারা সবাই বিদ্যুৎ চালিয়ে থাকেন। মাস শেষে অনেক টাকা বিদ্যুৎ বিল আসলে তখন তখন আমাদের মাথা ঘুরে যায়। যারা বিদ্যুৎ বিল ইউনিট কত জানতে চেয়েছিলেন। আশা করি, আপনি আমাদের লেখাটি পড়ে ১ ইউনিট বিদ্যুতের দাম কত জানতে পেরেছেন।