১ কয়েল তারের দাম brb | BRB তারের মূল্য তালিকা 2024

১ কয়েল তারের দাম brb ২০২৫ | BRB তারের মূল্য তালিকা ২০২৫

বিআরবি তার কিনতে চাচ্ছেন কিন্তু ১ কয়েল তারের দাম brb তা জানেন না। তাহলে আজকের এই পোস্ট থেকে BRB তারের মূল্য তালিকা ২০২৫ ও ১ গজ BRB তারের দাম কত তা জেনে নিন। 

বাড়িতে কিংবা দোকানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বৈদ্যুতিক তারের কোন বিকল্প নেই। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন কোম্পানির বৈদ্যুতিক তার রয়েছে। 

বাংলাদেশে অনেক তার থাকলেও সবথেকে নিরাপদ বিআরবি তার। বিআরবি তার যেমন নিরাপদ ঠিক তেমনিভাবে টেকসইও বটে। 

এজন্য অনেকেই আগ্রহী BRB তারের মূল্য তালিকা সম্পর্কে। তাই আপনাদের জন্য আজকে ১ কয়েল তারের দাম brb কত তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। 

১ কয়েল তারের দাম brb ২০২৫ 

আজকে ১ কয়েল তারের দাম brb ১,২০০ থেকে ৪,০০০ টাকা। মূলত বিআরবি তারের কোয়ালিটির উপর এর দাম নির্ভর করে। 

তাই আপনি যদি ১ কয়েল বিআরবি তার কিনতে চান তাহলে সর্বনিম্ন ১,২০০ টাকা থেকে সর্বোচ্চ ৪,০০০ টাকা লাগবে। 

আপনি যদি নিম্নমানের এক কয়েল বিআরবি তার কিনতে চান তাহলে ১২০০ টাকা লাগবে। 

আবার মোটামুটি কোয়ালিটির ১ কয়েল BRB তারের দাম সর্বনিম্ন ২৭০০ থেকে ২৮০০ টাকা। 

বিআরবি তার মূলত ইলেকট্রনিক পণ্য। প্রতিনিয়তই ইলেকট্রনিক পণ্যের দাম বেড়েই চলেছে। এ কারণে ভবিষ্যতে বিআরবি তারের দাম বাড়ার সম্ভাবনা অনেক বেশি। 

BRB তারের মূল্য তালিকা

দেশের সবথেকে উন্নত ও নিরাপদ বৈদ্যুতিক তার বিআরবি ক্যাবল। আপনার দোকান কিংবা বাড়ীকে বৈদ্যুতিক ভাবে নিরাপত্তা রাখতে অবশ্যই বিআরবি তার ব্যবহার করুন।

বর্তমান বাজারে BRB তারের মূল্য তালিকা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। তারপরেও আপনাদের ধারণা দেওয়ার জন্য নিচে একটি তালিকা প্রকাশ করা হল:

  • PVC Single Core Cable এর দাম ১২০০-১৫০০ টাকা
  • FR PVC Single Core Cable এর দাম ১,৩০০-৩,২০০ টাকা
  • FRLS PVC Single Core Cable এর দাম ২,২০০- ২,৭০০ টাকা
  • PVC Multi Core Cable এর দাম ২,৮০০-২৪,০০০ টাকা

আরও পড়ুন — পুরাতন ব্যাটারি দাম

BRB ১ কয়েল তারের দাম

বর্তমানে BRB ১ কয়েল তার ১,৩০০ থেকে ১,৪০০ টাকায় বিক্রি হচ্ছে। গত মাসে একই তারের দাম ছিল ১,২০০ থেকে ১৩,০০ টাকা। 

আবার ভালো কোয়ালিটির BRB ১ কয়েল তারের দাম ২,০০০ থেকে ২,৩০০ টাকা। এছাড়াও সময় ও স্থানভেদে বিআরবি তারের দাম কম বেশি হয়ে থাকে। 

BRB তারের দাম

বিআরবি তারের বাজার চাহিদা বেশি হবার কারণে প্রতিনিয়তই এর দাম নিতে পাচ্ছে। গত মাসেও এক কয়েল বিআরবি তারের দাম ছিল ১২০০ থেকে ১৩০০ টাকা। 

কিন্তু বর্তমানে সেই একই তার ১৩০০-১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আপনি যদি আরো উন্নত মানের BRB তার কিনেন তাহলে প্রতি কয়েলে ২,০০০ থেকে ২,৩০০ টাকা লাগবে।

১ গজ BRB তারের দাম কত?

সাধারণত ছোটখাটো বৈদ্যুতিক কাজ করা জন্য আমাদের অল্প পরিমাণ তারের প্রয়োজন হয়। বিভিন্ন ইলেকট্রনিক্স এর দোকানে আপনি অল্প পরিমাণ BRB তার ক্রয় করতে পারবেন। 

১ গজ BRB তারের দাম ৪৫ থেকে ৮০ টাকা। আবার ভালো কোয়ালিটির ১ গজ BRB কিনতে ১০০ থেকে ১৩০ টাকা খরচ হয়।

তবে খুচরা আকারে BRB তার কিনতে অনেক টাকা খরচ হয়। আর আপনি যখন ১/২ কয়েল বিআরবি তার কিনবেন তখন খরচ অনেক কম হবে। 

১ ফিট BRB তারের দাম কত?

১ ফিট BRB তারের আজকের দাম ১৫ থেকে ২৫ টাকা। এক ফিট BRB তার কিনতে ১৫-২৫ টাকা খরচ হবে। 

এছাড়া ভালো মানুষ ১ ফিট BRB তারের মূল্য প্রায় ৩০ থেকে ৩৫ টাকা। তবে আপনি যখন বেশি পরিমাণে বিআরবি তার কিনবেন তখন এর থেকেও কম টাকা লাগবে।

বাংলাদেশে brb তারের দাম কত?

আমাদের দেশে অন্যান্য তারের চেয়ে বিআরবি তারের চাহিদা অনেক বেশি। কারণ বিআরবি তার অনেক বেশি নিরাপদ ও টেকসই সম্পন্ন। 

দেখা যায়, সাধারণ ১ কয়েল তারের দাম যেখানে ৮০০ থেকে ৯০০ টাকা। সেখানে বিআরবি ১ কয়েল তার কিনতে ১৩০০ থেকে ১৪০০ টাকা লাগে। 

আরও পড়ুন — রহিমা আফরোজ সোলার ব্যাটারি দাম

বিআরবি ক্যাবল প্রাইস লিস্ট

প্রতিনিয়ত বিআরবি ক্যাবলের দাম বৃদ্ধি পাচ্ছে। এজন্য সঠিকভাবে বিআরবি ক্যাবল প্রাইস বলা কঠিন। 

তবে BRB তারের সর্বশেষ দাম জানতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

বিআরবি অফিসিয়াল ওয়েবসাইট লিংক: https://brbcable.com/

৩/২৯ তারের দাম BRB

বাড়িতে কিংবা দোকানে ছোটখাটো কাজ করার জন্য BRB ৩/২৯ তারের দরকার হয়। বর্তমানে ১ গজ বিআরবি ৩/২৯ তারের দাম ৪০ থেকে ৪৫ টাকা। 

আবার কোন কোন দোকানে প্রতি গজ ৩/২৯ তার ৪২ টাকা করেও বিক্রি হচ্ছে। তবে আপনি যখন ২ ফেজ ৩/২৯ তার কিনবেন তখন প্রতি গজের দাম ৮০ থেকে ৯০ টাকা। 

বিআরবি ৩/৩৬ তারের দাম

বাসা বাড়িতে ও দোকানে বৈদ্যুতিক লাইনের জন্য ৩/৩৬ তার একদম পারফেক্ট। তার গুলো দিয়ে মোটরের লাইন থেকে শুরু করে প্রায় সব ধরনের লাইন নিতে পারবেন। 

১ গজ বিআরবি ৩/৩৬ তারের দাম ৬০ থেকে ৬৫ টাকা। আবার বেশিরভাগ দোকানে ৬২ টাকায় ১ গজ ৩/৩৬ তার বিক্রি হচ্ছে। 

তবে আপনি যখন বেশি পরিমাণে বা ১ কয়েল ৩/৩৬ তার কিনবেন তখন দামে অনেকটা কম পাবেন। 

বিআরবি ক্যাবল শোরুম

বর্তমান সময়ে কিছু অসাধু ব্যবসায়ী নকল brb ক্যাবল বিক্রি করছে। এজন্য আসল বিআরবি ক্যাবল কিনতে হলে তাদের শোরুমে যোগাযোগ করতে হবে। 

বাংলাদেশের প্রায় প্রতিটা জেলাতেই বিআরবি ক্যাবল শোরুম রয়েছে। এছাড়া অনেক উপজেলাতেও বিআরবি তারের শোরুম আছে। 

এর পাশাপাশি বিভিন্ন ইলেক্ট্রনিকের দোকানে বিআরবি তার পাওয়া যায়। তবে সে দোকানগুলোতে যাচাই-বাছাই করে আসল বিআরবি তার ক্রয় করবেন। 

শেষকথা 

১ কয়েল তারের দাম brb তা নিশ্চয়ই জানতে পেরেছেন। প্রতিনিয়ত বিআরবি তারের দাম ঊর্ধ্বমুখী। তাই বিআরবি তার কেনার আগে BRB তারের মূল্য তালিকা ভালোভাবে দেখে নিবেন। 

FAQ 

১ গজ সমান কত ইঞ্চি?

১ গজ সমান ৩৬ ইঞ্চি। এছাড়া ১ গজ সমান ২ হাত।

১ কয়েল তার কত গজ?

১ কয়েল তার ৯৫ গজ হয়। আবারো কখনো কখনো ৯০ গজও হয়ে থাকে। 

১ কয়েল তার কত মিটার?

১ কয়েল তার ১০০ মিটার।

১ কয়েল তার কত ফিট?

১ কয়েল তার প্রায় ৩০০ ফিট।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *