বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস ২০২৫

বর্তমান সময়ে অনেক মানুষ ব্যবসার জন্য প্রতিনিয়ত যে কোন রাষ্ট্রে চলে যাচ্ছে। আবার অনেকই কাজের জন্য এবং কিছু লোক ভ্রমন করার জন্য বাংলাদেশ থকে অন্য দেশে চলে যাচ্ছে। কিন্তু বেশির ভাগ মানুষ কোন এক রাষ্ট্রে চলে যাওয়ার আগে খরচ এর কথা চিন্তা করে। বিমানের টিকেট সম্পর্কে জানতে চায়। আজকে আপনাদের সাথে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার ফ্লাইট এর টিকেট এর দাম জানাবো। আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস এর তথ্য জানতে চান তাহলে আমাদের সম্পূর্ন লেখাটি পড়ুন।

বাংলাদেশ থেকে প্রতিদিন ই বিভিন্ন দেশের ফ্লাইট হয়ে থাকে। অনেকই যারা বিভিন্ন দেশে যাওয়ার বিমানের টিকেট এর দাম খুঁজে থাকেন। আজেক এই পোষ্ট এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস জানাবো। বর্তমানে এখন বিমানের টিকেট একটু বেশি দামে কিনতে হবে। কারণ আগের তুলনায় টিকেট এর দাম অনেকটাই বেড়ে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস

আজকে আপনাদের কে বিভিন্ন রকম বিমানের টিকেটের দাম জানাবো। টিকেটের দাম মুলত সব সময় কম বেশি হয়ে থাকে। আপনার দুরুত্ব অনুযায়ী টিকেটর দাম কম বেশি হয়। আপনি যদি দেশেরে মধ্যে ঢাকা থেকে কক্সবাজার যান তাহলে আপানার কম খরচ হবে। এবং আপনি যদি দেশের বাহিরে যান তাহলে বিমানের ক্যাটাগরি হিসাবে টিকেট এর দাম হবে। আপনি যদি বাংলাদেশ বিমানের টিকেট এর দাম খুঁজে থাকেন তাহলে আপনি আমাদের পোষ্ট টি পড়তে থাকুন । আমরা আপনাকে বাংলাদেশের বিভিন্ন বিমানের এয়ারলাইন্স এর টিকেট এর দাম জানাবো।

কম দামে বিমান টিকেট

বিদেশে  ভ্রমনে অথবা ব্যবসা করতে যেতে চাইলে প্রথমে বিমানের চিন্তা মাথায় রাখতে হবে। কারণ বিমানের মাধ্যমে কম সময়ের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায়। বিমান চলাচল করার কারণে আগের থেকে যাতায়াত ব্যবস্থা একেবারেই সহজ হয়েছে। অনেকেই বিমানে যেতে ইচ্ছা করলে ও বিমানের টিকেট ব্যপারে ধারনা না থাকায় দালাল বা এজেন্সির কাছে থেকে বেশি টাকা দিয়ে বিমানের টিকেট কিনতে হয়। আজকে আপনাদের কে জানাবো কম দামে যে কোন বিমানের টিকেট কেনার উপায়। কম দামে যে কোন টিকেট কিনতে চাইলে আপনাকে ১ মাস আগেই টিকেট কিনে রেখে দিতে হবে। তাহলে টিকেট এর দাম অনেকটাই কম পাবেন।

বিমান টিকেট মূল্য ২০২৫

বিমানের মাধ্যমে কোন যায়গা যেতে হলে অবশ্যই আপনাকে টিকেটের দাম মাথায় রাখতে হবে। কারণ অনেক সময় টিকেট কিনতে গেলে দাম বেশি দিয়ে কিনতে হয়। আজকে আপনাদের কে প্লেনের টিকেটের দাম জানাবো। আপনি যদি বাংলাদেশের মধ্যে যে কোন যায়গা যেতে চান তাহলে আপনাকে ৪ থেকে ৬ হাজার টাকা বাজেট রাখতে হবে। তাহলে আপনি বাংলাদেশের মধ্যে বিমান বন্দর গুলোতে প্লেনে যেতে পারবেন। এবং অন্যান্য দেশে যেতে চাইলে আপনাকে আরো বেশি টাকা বাজেট রাখতে হবে। বাংলাদেশে থেকে কোন দেশে যেতে চাইলে, দেশ অনুযায়ী প্লেনের টিকেট এর দাম নিয়ে থাকে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট দাম কত ২০২৫

বাংলাদেশ থেকে অনেকই প্রতিনিয়ত বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে। দেশের বাহিরে যেতে হলে অবশ্যই দ্রুত আপনাকে বিমানে যেতে হবে। বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার আগে সবাই বিমানের টিকেট এর দাম খুঁজে থাকে। আজকে আপনাদের ঢাকা থেকে বিভিন্ন দেশে যাওয়ার বিমান বাংলাদেশ এয়ার লাইন্স টিকেট এর সঠিক মূল্য জানাবো।

যাতায়াত স্থানটিকেট মুল্য 
Dhaka To Abu Dhabi৪৩,৪৭৬ টাকা 
Dhaka To Bankkok৭৮,৬৫৩ টাকা 
Dhaka To Kalkata৭,৬১৩ টাকা 
Dhaka To Delli ৯,৫০১ টাকা 
Dhaka To kathmandu২০,৬৩৩ টাকা 
Dhaka To Singapur৩২,৭৫৪ টাকা 
Dhaka To kula lampur৪০,৬৩৩ টাকা 
Dhaka To Muscat ৫৬,৫২০ টাকা 
Dhaka To Kuwait৭১,৬৬৩ টাকা 
Dhaka To London২,০৫,১১১ টাকা 
Dhaka To jedda ৭১,৯৬৫ টাকা 
Dhaka To Jeddha ৬০,১৭৩ টাকা 
Dhaka To Dammam৭৩,৪০৩ টাকা 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক

বর্তমান সময়ে অনলাইন এ সব কিছুই চেক করা যায়। আপনি চাইলে নতুন নিয়মে টিকেট চেক করতে পারবেন। আজকে আপনাদের নতুন নিয়মে টিকেট চেক করা শিখাবো। প্রথমে আপনাকে গুগোল ক্রম এ অনলাইন চেক লিখে সার্চ তার পর সামনের যে সাইট টা থাকবে বিমান এয়ারলাইন্স লেখা ওয়েবসাইট এ ঢুকতে হবে। চেক অপশনে ঢুকে আপনার টিকেট এর পি.এন.আর নাম্বার তারপর ৬ ডিজিটের কোড আসবে সেগুলো পুরোন করার পর আপনার লাষ্ট নাম লিখে সার্চ করলে আপনি টিকেট সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন।

শেষ কথা

আশা করি আপনি আমাদের সম্পূর্ন পোষ্ট পড়েছেন। এবং আপনার ভালো লেগেছে। আমরা এই পোষ্টের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস জানিয়েছি। ইতি মধ্যেই আমাদের সম্পূর্ন পোষ্ট পড়ে বাংলাদেশ এয়ার লাইন্স এর টিকেট জানতে পেরেছেন। এই পোষ্ট পড়ে আপনি উপকৃত হলে আপনার আশে পাশের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *