বাটন মোবাইল এর দাম ২০২৫

প্রযুক্তির উন্নতির তাড়নায় সবকিছু ডিজিটাল হওয়ায় মানুষ বাটন ফোনের ব্যবহার পুরোটাই কমিয়ে দিয়েছে। তবে কয়েক বছর পূর্বেও এ বাটন ফোনের সম্পূর্ণ ব্যবহার ছিল। স্মার্টফোন আসার কারণে বাটন ফোন ব্যবহার সর্বোপরি সম্পূর্ণ কমে গিয়েছে। তবে কিছু সংখ্যক মানুষ এ বাটন ফোন ব্যবহার করতে চান শুধুমাত্র ফোন আলাপ করার জন্য।

আজকের এই পোষ্টে বর্তমানে এই ফোনগুলো কত টাকা বিক্রি হচ্ছে সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি দামি এবং সবচেয়ে কম দামের বাটন ফোন গুলো এখানে উল্লেখ করা হয়েছে। অতএব বাটন মোবাইল এর দাম কত ইত্যাদি বিস্তারিত জানতে আমাদের এই পোস্ট অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পড়ুন।

বাটন মোবাইল এর দাম ২০২৫

বাংলাদেশে বর্তমানে মোবাইল ব্যবহারের সংখ্যা ১৬ কোটি ৫২ লাখ। এই মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমানে বাটন ফোনের ব্যবহার অনেকটাই কম। অর্থাৎ স্মার্টফোনের ব্যবহারকারীর সংখ্যা সর্বাধিক বেশি। একসময় বাংলাদেশের যে বাটন ফোনগুলো সবথেকে জনপ্রিয়তা অর্জন করেছিল এবং সবথেকে বেশি ব্যবহার করত তা বর্তমানে আজ ব্যবহার হয় না বলে চলে। তবে আজকে এমন সব কোম্পানির জনপ্রিয় বাটন মোবাইল এর দাম এখানে উল্লেখ করব। সেই জনপ্রিয় বাটন মোবাইলের কোম্পানি গুলোর নাম হচ্ছে

  • নকিয়া
  • Symphony
  • Samsung
  • Walton

ইত্যাদি জনপ্রিয় ব্র্যান্ড। পূর্বে এই সকল মোবাইল ফোন সবথেকে বেশি ব্যবহার হত।এখন আপনাদের জানাবো এ বাটন মোবাইল ফোন গুলোর বর্তমানে কত টাকা দাম। তাই বিস্তারিত জানতে আরেকটু নিচে প্রবেশ করুন।

বাংলাদেশে সেরা বাটন মোবাইল

মোবাইল ফোনের দাম জানার পূর্বে তো চলুন কয়েকটি সেরা বাটন ফোনের নাম উল্লেখ করা যায়। যে বাটন ফোন গুলো এক সময় অনেক বেশি মানুষ ব্যবহার করত। এর মধ্যে সেরা ৯টি বাটন ফোন উল্লেখ করা হলো।

  •  Walton MM24 ( দাম: ১২১৫৳)
  •  Walton Olivo MM26 (দাম: 1250৳)
  • Nokia 110DS (দাম: ২৭৭৩৳)
  • Geo R40 (দাম: ১৭০০৳)
  • Vega V7 Fortune (দাম: 990৳)
  • Symphony M50 (দাম: ১৬৫০৳)
  • Symphony S45 ( দাম: ১৫৮৯৳)
  • Agetel ag29 (দাম: ১৬৮৮৳)
  • GPHONGP35 Folding Phone (দাম: ১৭৯০৳)

১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল

ইতিমধ্যে আমরা উপরে অনেকগুলো ফোনের নাম এবং দাম উল্লেখ করেছি। এর মধ্যে অনেকগুলো ১০০০ টাকা নিচে মূল্য তালিকা ছিল। যেগুলো থেকে আপনারা পছন্দ করে ক্রয় করতে পারেন। তবে ছাড়াও আপনাদের সুবিধার জন্য ১০০০ টাকার মধ্যে কয়েকটি বাটন মোবাইল বেছে আপনাদের জন্য এখানে উল্লেখ করা হলো।

  • Symphony B2i
  • Symphony B2
  • Walton B05
  • Maximus M12

আর ইত্যাদি ১০০০ টাকার মধ্যে বাটন ফোন রয়েছে। তবে সকল ফোন অনলাইন থেকে না করে করে আপনার আশেপাশের নিকটস্থ যে কোন দোকান থেকে দেখে করুন।

শেষ কথা

আশা করতেছি আজকের এই পোস্ট আপনাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। আর এসব মোবাইল ফোনের দাম আমরা বিভিন্ন জায়গা থেকে সঠিকভাবে সংগ্রহ করেছি আপনাদের জন্য। আশা করতেছি আপনারা আমাদের এই বাটন মোবাইল এর দাম ২০২৫ পোস্ট সম্পূর্ণ পড়ে অনেকটা উপকৃত হয়েছেন। যদি এই পোস্ট করে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার আশেপাশের ব্যক্তিদেরকে অবশ্যই এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top