চুনি পাথরের দাম কত

চুনি পাথরের দাম কত ২০২৫

চুনির ইংরেজি নাম রুবি। এটি মানিক মানে হিসেবেও পরিচিত। আপনারা রুবি পাথর অথবা চুনি পাথর নামে খুব সহজে বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। তবে বাজারে যে সব রত্ন কিনতে পাওয়া যায়, তার মধ্যে অন্যতম মূল্যবান রত্ন হল চুনি। এটি দেখতে টকটকে লাল রঙের এবং এটি মূলত চুনাপাথরের ভিতরে জন্মায় বলে এর নাম হয়েছে চুনি পাথর।

বিশ্বের বিভিন্ন দেশে এই চুনি পাথর পাওয়া যায়। এবং দেশ অনুযায়ী এই চুনি পাথরের দাম বিভিন্ন রকম হয়ে থাকে। অনেকে এই জন্য পাথরের দাম সম্পর্কে অনলাইনে অনুসন্ধান করে থাকেন। এই চুনি পাথর মায়ানমার, অস্ট্রোলিয়া, ব্রাজিল, আফগানিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, তাইল্যান্ড ও শ্রীলঙ্কায় পাওয়া যায়। তবে বাংলাদেশে চুনি পাথরের দাম কত বিস্তারিত জানতে এই পোস্ট শেষ পর্যন্ত পড়ুন।

চুনি পাথরের দাম কত

অনেকে ধারণা করে থাকেন এই চুনি পাথরের আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে। মানুষের বিভিন্ন রকম উপকার করে থাকে। এ ধারণা গুলির মধ্যে কয়েকটি ধারণা হচ্ছে অবসাদ থেকে মুক্তি, আত্মমর্যাদা বৃদ্ধি, জ্ঞান বৃদ্ধি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা উন্নত হওয়া এবং মানসিক শক্তির জন্য এই চুনি পাথর বা রুবি পাথর ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন জ্যোতিষবিদ সহ বিভিন্ন কুসংস্কারী লোকজন।

তবে বাংলাদেশে এ ধরনের চুনি পাথরের ব্যবহার খুবই কম লক্ষ্য করা যায়। নূন্যতম ১৫শ টাকা থেকে ২৫০০ টাকা দিয়ে নতুন পাথর ক্রয় করতে পারবেন। এছাড়া মান অনুযায়ী ন্যূনতম ৫০০ টাকা পার ক্যারেট থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এ চুনি পাথরের বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে।

পাথুরে চুনের দাম কত ২০২৫

ক্যারেট অনুযায়ী এই রুবি অথবা চুনি পাথরের দাম নির্ধারিত হয়। যেমন ন্যূনতম ১০০০ থেকে ১৫০০ টাকায় পার ক্যারেট পাওয়া যায় এই চুনি পাথর। এবং আরো ভালো মানের চুনি পাথর ২০০০ থেকে ৩ হাজার এবং সর্বোচ্চ ৫০০০ থেকে ৭ হাজার টাকা পার ক্যারেট চুনি পাথর পাওয়া যায়।

এর মধ্যে উল্লেখিত আফ্রিকান রবি পাথর, পাকিস্তানি রুবি পাথর, নিউ বার্মা রুবী পাথর, স্টার রুবি পাথর, আনকাট রুবি পাথর, মাদাগাস্কার রুবি পাথর, বার্মিজ রুবি পাথর আরো ইত্যাদি। তবে মান অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী প্রত্যেক দেশে আলাদা আলাদা রুবি পাথরের দাম নির্ধারিত হয়। যেমনঃ

  • পাকিস্তানের চুনি পাথর ন্যূনতম ৫০০ থেকে ১০০০ টাকায় পার ক্যারেট পাওয়া যায়। এছাড়াও ভালো মান অনুযায়ী কয়েক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • আফ্রিকান চুনি পাথর সর্বনিম্ন ৫০০ টাকা পার ক্যারেট। এবং সর্বোচ্চ ২০০০ টাকা, ৩০০০ টাকা এমনকি ৫ হাজার টাকা ৭ হাজার টাকা হয় পার ক্যারেট।
  • স্টার চুনি পাথর ন্যূনতম ২০০ টাকা পার ক্যারেট। এমনকি ১০০০ থেকে ১৫০০ টাকায় পার ক্যারেট পাওয়া যায়। এমনকি ১০ ক্যারেট ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা হয়।

রুবি পাথরের দাম কত

কিছু কিছু চুনি পাথরের মূল্য অনুযায়ী ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকা হয়ে থাকে। এমনকি এক লক্ষ টাকা পর্যন্ত হয়। এছাড়াও 3.35 CT ওজনের রুবি পাথরের মূল্য বাংলাদেশের টাকায় ৭০,৩০০ টাকা। তবে বাংলাদেশের সাধারণ ক্ষেত্রে ২০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা এবং ২ হাজার টাকায় খুব ভালো মানের চুনি পাথর পাওয়া যায়।

চুনি পাথর চেনার উপায়

চুনি পাথর চেনার জন্য কয়েকটি উপায় রয়েছে। যেমন চুনি পাথর চোখের পাতায় রাখলে শীতল অনুভব করা যায়। চুনি রুপোর পাত্রে রাখলে এবং সূর্যালোকে ধরলে পাত্রটি রক্তবর্ণ ধারণ করে। গরুর দুধে ৩-৪ ঘন্টা রাখলে তার রঙ গোলাপি হয়।

শেষ কথা

আশা করতেছি এই পোস্টটি ইতিমধ্যে আপনারা বিস্তারিতভাবে চুনি পাথরের দাম কত সম্পর্কে জানতে পেরেছেন। বিভিন্ন দামে এই চুনি পাথর পাওয়া যায়। এবং বিভিন্নভাবে এই চুনি পাথরকে বাংলাদেশে ব্যবহার করা হয়। আপনার যদি এই পোস্ট উপকৃত মনে হয়। তাহলে অবশ্যই আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *