লন্ডন ১ টাকা বাংলাদেশের কত টাকা

লন্ডনের ১ পাউন্ড বাংলাদেশের কত টাকা ২০২৫

ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন, যা ইংল্যান্ডের সবথেকে বৃহত্তম শহর এবং গুরুত্বপূর্ণ শহর। বিশ্বের অন্যান্য দেশের মানুষ এই লন্ডনে বসবাস করে থাকেন বিভিন্ন কাজের উদ্দেশ্যে। আবার কেউ ভ্রমণ করার উদ্দেশ্যে লন্ডন এসে থাকেন। তবে আপনি নিজ দেশ থেকে যেকোন দেশেই ভ্রমণ করুন না কেন অবশ্যই আপনার নিজ দেশের টাকাকে কনভার্ট করতে হবে।

আর টাকা কনভার্ট করার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে দুই দেশের মধ্যে টাকার পার্থক্য জেনে নেওয়া। লন্ডনের টাকাকে পাউন্ড বলা হয়। তাই আজকের আলোচনায় আপনাদের জন্য লন্ডনের ১ পাউন্ড বাংলাদেশের কত টাকা তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুতরাং আপনি যদি সম্প্রতি লন্ডনে যেতে চান তাহলে লন্ডনের টাকার মান কত তা জেনে নিতে এই পোস্টটি উপকারী।

লন্ডনের ১ পাউন্ড বাংলাদেশের কত টাকা ২০২৫

আমরা যেমন বাংলাদেশের মুদ্রাকে টাকা হিসেবে চিনে থাকি ঠিক তেমনি লন্ডনের মুদ্রা কে পাউন্ড স্টার্লিং হিসেবে ধরা হয়। আর বর্তমানে লন্ডনের এক পাউন্ড স্ট্যান্ডিং সমান বাংলাদেশের ১৫৬ টাকা ১৯ পয়সা। ভ্রমণের উদ্দেশ্যে অনেকেই ইংল্যান্ডের লন্ডন শহরে গিয়ে থাকে। সেই দেশে বিভিন্ন কেনাকাটায় লন্ডনের পাউন্ড ব্যবহার করার উদ্দেশ্যেই এই টাকার রেট অনেকে জানতে চায়।

লন্ডনের ১ টাকা বাংলাদেশের কত টাকা

বাণিজ্যিক ও সাংস্কৃতিক রাজধানী শহরগুলির একটি হিসেবে পরিগণিত হয় লন্ডন। তবে আজকে সর্বশেষ ও তথ্য অনুযায়ী লন্ডনের ১ টাকা সমান বাংলাদেশের ১৪৯ টাকা ৪৩ পয়সা। তবে এদেশের টাকার যে কোন সময় পরিবর্তন হতে পারে। কেননা সময় অনুযায়ী এই সকল দেশের এবং শহরের টাকার মান উঠানামা করে থাকে।

তবে লন্ডনের ২০১৮ সালের টাকার মান ছিল ১১৩ টাকা। অর্থাৎ গত পাঁচ বছরে লন্ডনের টাকার মান বিধি দিয়ে দাঁড়িয়েছে ১৪৯ টাকা। অর্থাৎ পূর্বের থেকে বর্তমানে লন্ডনের থেকে অর্থনৈতিক অবস্থা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাই উন্নত জীবন যাপনের উদ্দেশ্যে তা আপনারা লন্ডনে প্রবাসী হিসেবে থাকতে পারেন।

  • লন্ডনের ১ টাকা = বাংলাদেশের ১৫৬.১৯ টাকা

লন্ডনের মুদ্রার নাম কি

প্রত্যেকটি দেশের মুদ্রার আলাদা আলাদা একটি নাম রয়েছে। বাংলাদেশের মুদ্রাকে যেমন টাকা, আমেরিকার মুদ্রাকে ডলার ঠিক তেমনি লন্ডনের মত তাকে বলা হয় পাউন্ড স্টার্লিং। বর্তমানে এই মুদ্রার মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি। যা প্রায় ১৬০ টাকার সমান।

লন্ডনের টাকার মান কত

ইংল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে লন্ডন। লন্ডনের টাকার মান মানেই হচ্ছে ইংল্যান্ডের টাকার মান। আমরা জানি যে বাংলাদেশের তুলনায় লন্ডন অনেক উন্নত একটি দেশ। এদেশের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বেশি। যার কারণে লন্ডনের টাকার মান বাংলাদেশের চেয়ে অনেক বেশি হওয়া স্বাভাবিক। সর্বশেষ আপডেট অনুযায়ী লন্ডনের টাকার মান বাংলাদেশী টাকায় ১৫৬ টাকা ১৯ পয়সার সমান।

লন্ডনের পাউন্ড টু বাংলাদেশি টাকা

লন্ডনের এই মুদ্রার নাম হচ্ছে পাউন্ড স্টার্লিং, আর এই পাউন্ড স্টার্লিং হচ্ছে যুক্তরাজ্যের প্রচলিত মুদ্রা। সেই পূর্বের থেকেই লন্ডনের মুদ্রার মান অনেক বেশি। যাদের প্রয়োজনে ইংল্যান্ড লন্ডনের পাউন্ড এবং বাংলাদেশের টাকার পার্থক্য জানতে চাচ্ছেন তারা নিচে দেওয়া তালিকাটি লক্ষ্য করুন।

জার্মানি পাউন্ড স্টার্লিংবাংলাদেশী টাকা
1 পাউন্ড156.19 টাকা
10 পাউন্ড1561.9 টাকা
50 পাউন্ড7809.5 টাকা
100 পাউন্ড15619 টাকা
500 পাউন্ড78095 টাকা
1000 পাউন্ড156190 টাকা

শেষ কথা

বিশ্বের অন্যতম সুন্দর এবং অর্থনৈতিক দিক থেকে সচ্ছল একটি রাষ্ট্র হচ্ছে ইংল্যান্ড। আর এই ইংল্যান্ড দেশের সবচেয়ে বড় শহরের নাম হচ্ছে লন্ডন। আজকে আপনাদের সাথে লন্ডনের টাকার মান নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রায় ১৬০ টাকার মূল্য। অবশ্যই বিশ্বস্ত কোন এক্সচেঞ্জার এর মাধ্যমে আপনার অর্জিত টাকাগুলো কনভার্ট করে নিবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *