হুইল চেয়ারের দাম কত টাকা

হুইল চেয়ারের দাম কত ২০২৫

স্বাভাবিক চলাচলে অক্ষম, এবং কোন মতে হাঁটাচলা করতে পারেন না তাদের মূলত জন্য এই হুইল চেয়ার মূলত তৈরি করা হয়। হুইল চেয়ার হচ্ছে এক ধরনের চাকাযুক্ত চেয়ার। যারা পঙ্গুত্ববরণকারী ব্যক্তি এবং একখান থেকে  অন্য স্থানে চলাচল করতে চান তাদের জন্য এই হুইল চেয়ার অনেক গুরুত্বপূর্ণ।

তার আগে জেনে নেয়া উচিত আপনি কি ধরনের হুইল চেয়ার কিনতে চাচ্ছেন এবং কোন ধরনের রোগীর জন্য এই হুইল চেয়ার কিনতে চাচ্ছেন। হুইল চেয়ার  ক্রয় করা সম্পূর্ণ  নির্ভর করছে রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী। এখন এই চেয়ারটি অল্প সময়ের জন্য ব্যবহার করবেন নাকি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করবেন তা ভালোভাবে নির্বাচন করা উচিত। এসব বিষয়ের উপর নির্ভর করে হুইল চেয়ারের দাম কত তা নির্ধারণ করা হয়।

হুইল চেয়ারের দাম কত

আপনি যদি চান তাহলে হাই বাজেটের মধ্যে একটি একটি হুইল চেয়ার কিনতে পারবেন। আবার যদি চান আপনি লো বাজেটের মধ্যে অর্থাৎ নরমাল একটি হুইল চেয়ার  ক্রয় করতে পারবেন। তার সম্পূর্ণ নির্ভর করতে আপনার উপরে। তবে আপনাদের জানিয়ে রাখি আপনি সর্বনিম্ন ৭ হাজার টাকা দিয়ে একটি  হুইল চেয়ার ক্রয় করতে পারবেন। এবং সর্বোচ্চ প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যেও বা এর উপর কিনতে পারবেন।

হুইল চেয়ারের দাম কত বাংলাদেশে

বাংলাদেশ থেকেও আপনি সর্বোত্তম মানের হুইল চেয়ার করতে পারবেন। আপনার রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী আপনি এই যেকোনো ধরনের এই হুইল চেয়ার ক্রয় করতে পারবেন। তবে বাংলাদেশের সব জায়গায় সর্বোত্তম মানের হুইল চেয়ার গুলো পাওয়া যায় না। আপনাকে অবশ্যই এই সর্বোত্তম এবং ভালো মানের হুইল চেয়ার গুলো অনুসন্ধান করতে হবে।

তবে আশা রাখি আপনারা এ পোস্ট যদি সম্পূর্ণ করেন তাহলে বাংলাদেশের সকল হুইল চেয়ার সমূহের দাম এখান থেকে জানতে পারবেন। যেমন অনেকগুলো মডেলের মধ্যে এই মডেলের হুইলচেয়ারের দাম বর্তমান বাজারে ১৫০০০ টাকা। এছাড়া কোথায় এই হুইল চেয়ার গুলো পাওয়া যায় তার স্থান এবং ঠিকানা সমূহ আপনাদের জানানোর উদ্দেশ্যে নিম্নে উল্লেখ করেছি।

ইলেকট্রিক হুইল চেয়ার দাম

অনেকেই তাদের বৃদ্ধ মা-বাবার জন্য একটি ভালো মানের হুইল চেয়ারে করতে চান।  ভালো মানের বলতে গেলে অনেকেই ব্যাটারি চালিত হুইল চেয়ার কিনতে চান।  যেমন রোগীর অবস্থা যদি করুন হয়ে থাকে তাহলে কোন প্রকার শারীরিক শক্তির দ্বারা এই হুইল চেয়ার না চালিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়।  আর এটি হচ্ছে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত হুইল চেয়ার। আর এই চেয়ার  গুলোর দাম বাংলাদেশের বাজারে ৬০-৬৫ হাজার টাকার মধ্যে পাবেন।  আর ইলেকট্রিক  হুইল চেয়ারের মধ্যে এই মডেলের(Dayang DY01114LA Folding Electric Wheel Chair) হুইল চেয়ারের দাম বর্তমান বাজারে ৮৫০০০ টাকা।

হুইল চেয়ার কোথায় পাওয়া যায়

এই হুইল চেয়ার গুলো আপনি বাংলাদেশের রাজধানীতে পেয়ে যাবেন।  আবার যদি আপনি অনলাইন ভিত্তিক মাধ্যম ব্যবহার করে এই বইটির সংগ্রহ করতে চান তাহলে সেটিও সম্ভব। এছাড়াও ফেসবুকে বিভিন্ন পেজের মাধ্যমে এই হুইল চেয়ার গুলো বিক্রি করা হয়ে থাকে। এর মধ্যে সবথেকে সহজ একটি মাধ্যম হচ্ছে দারাজ।  যেটি বিশ্বস্ত  একটি অনলাইন প্লাটফর্ম।  একটি নির্দ্বিধায় বাড়িতে বসে  থেকে এই হুইল  চেয়ারগুলো ক্রয় করতে পারবেন।

শেষ কথা

অনেক মানুষের অনেক অতি প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে হুইল চেয়ার। অনেক মানুষের হাঁটাচলা বিপদের সঙ্গী এই হুইল চেয়ার। আর ইতিমধ্যে আমরা এখানে হুইল চেয়ারের দাম কত তা নিয়ে আলোচনা করছি। আশা করছি আপনারা যারা হুইল চেয়ারের দাম সম্পর্কে জানতে চেয়েছিলেন। তারা ইতিমধ্যে হয়তো আপনাদের অনুসন্ধান করার তথ্য জানতে পেরেছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *