ধান কাটার মেশিনের দাম কত ২০২৪

ধান কাটার মেশিনের দাম কত ২০২৫

আপনি কি ধান কাটা মেশিন কিনতে চাচ্ছেন? তাহলে আজকের পোস্ট থেকে ধান কাটার মেশিনের দাম কত তা জানুন।

প্রযুক্তির এই যুগে, সকল ধরনের কাজ সহজ হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে কৃষি ক্ষেত্রেও অনেক কাজ প্রযুক্তির কল্যাণে সহজ হয়েছে। 

বর্তমানে কৃষিখাতে সবথেকে জনপ্রিয় প্রযুক্তি ধান কাটার মেশিন। ধান কাটার মেশিন দিয়ে খুব অল্প সময়ে অনেক জমির ধান কাটতে পারবেন। এই মেশিন ব্যবহার করলে কৃষকের সময়, শ্রম ও খরচ অনেক কম লাগে। 

আপনিও যদি ধান কাটার মেশিন কিনতে চান তাহলে আগে ধান কাটার মেশিনের দাম কত ২০২৫ তা জানতে হবে। চলুন এ বিষয়ে জেনে নেই। 

ধান কাটার মেশিনের দাম কত ২০২৫

ধান কাটা মেশিনের দাম নির্ভর করে মেশিনের সাইজ ও কোন কোম্পানির মেশিন কিনবেন। বড় ধরনের ধান কাটার মেশিন কিনলে বেশি টাকা লাগবে। আবার মিনি ধান কাটার মেশিন কিনতে কম টাকা লাগে। 

বর্তমানে একটি ধান কাটার মেশিন কিনতে ৫০ হাজার থেকে ২০ লাখ টাকা পর্যন্ত লাগে। 

এখানে ৫০,০০০ টাকার মধ্যে মিনি ধান কাটার মেশিন পাবেন। এগুলো মিনি ধান কাটা মেশিন দিয়ে একসাথে অনেকগুলো জমির ধান কাটতে পারবেন না। 

তবে আপনি যদি ২০ থেকে ২৫ লক্ষ টাকা দিয়ে বড় ধান কাটার মেশিন ক্রয় করেন। তাহলে একসাথে অনেকগুলো জমির ধান কাটতে পারবেন।

আরও পড়ুন — আজকের বসুন্ধরা গ্যাসের দাম কত

রিপার ধান কাটা মেশিনের দাম কত?

রিপার ধান কাটা মেশিনের দাম ৮০ হাজার থেকে ১ লাখ টাকা। এ কোম্পানির ধান কাটার মেশিনগুলো সাধারণত ছোট আকারের হয়। 

রিপার ধান কাটা মেশিন একজন মানুষ একাই চালাতে পারবেন। তবে এই মেশিন গুলো দিয়ে খুব বেশি জমির ধান কাটা যায় না। 

হারভেস্টার ধান কাটার মেশিন দাম ২০২৫

মিনি হারভেস্টার ধান কাটার মেশিন দাম প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। আর বড় ধরনের হারভেস্টার ধান কাটা মেশিনের মূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা। 

মিনি হারভেস্টার ধান কাটা মেশিন দিয়ে শুধু ধান কাটা যাবে। এগুলো মেশিন দিয়ে ধান মাড়াই করা যায় না। 

আবার বড় হারভেস্টার ধান কাটার মেশিনে ধান কাটা সহ মাড়াই করা যাবে। এর সাথে এসব গাড়িতে প্রায় ১০ মণ ধান আঁটে পরে তা বস্তায় সংরক্ষণ করা হয়।

এ সি আই ধান কাটার মেশিন দাম কত?

ভালো ও বড় ধরনের এ সি আই ধান কাটার মেশিন দাম প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা। আবার ছোট ও মিনি এ সি আই ধান কাটা মেশিনের মূল্য ৩০ থেকে ৪০ হাজার টাকা। 

আবার সরকার যদি ভর্তুকি দেয় তাহলে ভালো বড় ধরনের এ সি আই ধান কাটার মেশিন আরো কম দামে কিনতে পারবেন।

ধান কাটা আটি বাধা মেশিনের দাম কত?

সাম্প্রতিক সময়ে কৃষি কাজ সহজ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ধান কাটার মেশিন বাজারে পাওয়া যাচ্ছে। 

এর মধ্যে খুবই জনপ্রিয় হলো ধান কাটা আটি বাধা মেশিন। বর্তমানে ধান কাটা আটি বাধা মেশিনের দাম ৩ থেকে ৪ লক্ষ টাকা। 

আরও পড়ুন — মার্সেল ফ্রিজ ১২ সেফটি দাম কত

মিনি ধান কাটার মেশিনের দাম কত ২০২৫

বর্তমানে মিনি ধান কাটার মেশিনের দাম ৩০ থেকে ৮০ হাজার টাকা। এ মেশিন গুলো দিয়ে খুব সহজেই শুধু ধান কাটতে পারবেন। 

বিশেষ করে গ্রামাঞ্চলে এই মেশিনগুলো খুবই জনপ্রিয়। দাম কম হওয়াতে সবাই এই মেশিনগুলো সহজেই ক্রয় করতে পারেন। 

ধান কাটার মেশিন কোথায় পাওয়া যায়?

ধান কাটার মেশিন এসিআই শোরুমসহ দেশের বিভিন্ন স্থানে পাওয়া যায়। এছাড়া আপনার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ধান কাটার মেশিন ক্রয় করতে পারেন। 

পরিশেষে 

এই ছিল আজকে ধান কাটার মেশিনের দাম কত সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের পোস্ট আপনি যদি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে ধান কাটা মেশিন এর দাম সম্পর্কে সঠিক তথ্য পাবেন। 

তবে সময়ের ব্যবধানে ও এলাকাভেদে ধান কাটার মেশিনের মূল্য অনেক সময় কম-বেশি হয়ে থাকেন। এজন্য ভালোভাবে বাজার যাচাই করে ধান কাটা মেশিন ক্রয় করবেন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *