আপনারা হয়তো অবগত আছেন যে হেলিকপ্টার এর দাম অন্য সকল যানবাহনের তুলনায় অনেকটাই বেশি। যদিও হেলিকপ্টার সকলের কেনার সাধ্য নেই তবুও অনেকের জানার আগ্রহ থাকে যে আসলে হেলিকপ্টার দাম কত হবে। আমরা প্রতিনিয়তই আকাশে চলাচলরত অনেক সময় হেলিকপ্টার বা উড়োজাহাজ দেখতে পাই। সত্যিকার অর্থে যারা বিলাসবহুল ভাবে চলাচল করে থাকে তারাই এই হেলিকপ্টারটি ক্রয় করতে পারে।
তবুও আমাদের জানার শেষ নেই। প্রতিনিয়ত একটা জিনিস চোখের সামনে আসলে আমরা চাই তার সম্পর্কে কিছু জানার এবং বুঝার। যদি আমরা জানি হেলিকপ্টারের দাম আমাদের সাধ্যের বাইরে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কারোরই জানা নেই যে আসলে হেলিকপ্টারের দাম কত। তাই সকলের কথা বিবেচনা করে আজকের এই প্রতিবেদনে হেলিকপ্টারের দাম কত তা নিয়ে বিস্তারিত এবং সকল তথ্য আলোচনা করব।
হেলিকপ্টার দাম কত
বর্তমানে হেলিকপ্টার দাম জানা মানে হচ্ছে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে চাঁদে যাওয়ার মত অবস্থা। কেননা এই যানবাহন টির দাম অনেক বেশি এবং তা সাধারণ লোকজনদের হাতের নাগালের বাইরে।
তবুও অনেকেই আগ্রহের সহিত জানতে চায় হেলিকপ্টার দাম কত। সাধারণত একটি হেলিকপ্টারের দাম হয়ে থাকে ১ কোটি থেকে ১০০ কোটি টাকার মতো। ভিন্ন ভিন্ন হেলিকপ্টার ভিন্ন ভিন্ন দামে পাওয়া যায়। যার যেরকম সাধ্য রয়েছে সে ওই রকমেরই হেলিকপ্টার ক্রয় করতে পারে।
খেলনা হেলিকপ্টারের দাম কত
আমরা অনেকেই ছোট বাচ্চাদের খুব ছোট থাকতেই খেলনার জন্য হেলিকপ্টারটি কিনে দিয়ে থাকি। কিন্তু আসলে এ খেলনা হেলিকপ্টারের দাম কত তা হয়তো সকলেই অবগত নন। তাই একটু বেশি টাকা দিয়ে ক্রয় করতে হয়। খেলনা হেলিকপ্টারের ও বিভিন্ন মডেল রয়েছে এবং বিভিন্ন কোম্পানির রয়েছে। আপনি যে রকমের মডেল বা কোম্পানি কিনতেন চান এর দামও একটু ভিন্ন হবে।
বাজারে এখন সাধারণত ২০০ থেকে ৩০০ টাকার মধ্যেও খেলনা হেলিকপ্টার পাওয়া যায়। যদি আপনি আরেকটু ভালো মানের হেলিকপ্টার পেতে চান তাহলে ৬০০ থেকে ৮০০ টাকা দিয়ে ক্রয় করতে পারেন এটি হবে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার। ২০০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত খেলনা হেলিকপ্টার পাওয়া যায় আপনার যে রকম সাধ্য রয়েছে আপনি সেই রকমের খেলনা হেলিকপ্টার কিনতে পারেন।
রিমোট কন্ট্রোল হেলিকপ্টার দাম কত
সাধারণত ছোট বাচ্চারা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার দিয়ে খেলা করতে বেশি পছন্দ করে থাকেন। এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি খেলনা। রিমোট কন্ট্রোল হেলিকপ্টার আকাশে উড়িয়ে বাচ্চারা খুবই আনন্দ পায়। রিমোট কন্ট্রোল হেলিকপ্টার বিভিন্ন রকমের বিভিন্ন দামের এবং বিভিন্ন মডেলের রয়েছে। কম বাজেট থেকে শুরু করে অনেক বেশি বাজেটের ও রিমোট কন্ট্রোল হেলিকপ্টার রয়েছে। কম দামের মধ্যে রিমোট কন্ট্রোল হেলিকপ্টারের দাম ১৫০০ টাকা। এবং একটু বেশি দামেরও রয়েছে ৪ থেকে ৫ হাজার টাকার মধ্যেও রিমোট কন্ট্রোল হেলিকপ্টার রয়েছে, আপনার পছন্দমত বাজারে কিংবা দোকানে গিয়ে ক্রয় করতে পারেন।
পরিশেষে
ইতিপূর্বে আপনারা অবশ্যই হেলিকপ্টার দাম কত তা জানতে পেরেছেন। আশা করি এই তথ্যটি দিয়ে আপনাদের কোন না কোন ভাবে বা আপনাদের জানার আগ্রহটাকে কিছুটা হলেও পূরণ করতে পেরেছি। তাই যদি আপনাদের এই সকল প্রতিবেদন ভালো লেগে থাকে বা সঠিক তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে প্রত্যেককেই সঠিক তথ্যটি জানার আগ্রহ পোষণ করবেন, ধন্যবাদ।